অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা ও বকেয়া বেতন পরিশোধ করুন- মহসীন কাজী

0
.

জাতীয় দূর্যোগেও নিজেদের জীবনবাজি রেখে মাঠে ময়দানে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সুরক্ষা, বকেয়া পরিশোধ এবং চলতি মাসের বেতন আগাম পরিশোধের দাবি জানিয়েছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-মহাসচিব মহসীন কাজী।

বুধবার এক বিবৃতিতে এ সাংবাদিক নেতা বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সাংবাদিকরা অরক্ষিত অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করে চললেও মিডিয়া কর্তৃপক্ষ কাউকে সুরক্ষা সামগ্রী সরবরাহ করেনি। জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা সাংবাদিকদের অবিলম্বে সুরক্ষার দাবি জানাচ্ছি।

যেসব মিডিয়ায় সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের বকেয়া আজকের মধ্যে পরিশোধের পরিশোধ করতে হবে। একই সাথে চলতি মাসের বেতনও আগাম পরিশোধের দাবি জানাচ্ছি।

যারা চলমান দুর্যোগের খবর জীবনের ঝুঁকি নিয়ে জাতির সামনে তুলে ধরে সতর্ক করছেন তাদের সুরক্ষা ও বেতন-ভাতা পরিশোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খোঁজখবর নেয়ার দায়িত্ব থাকলেও এ বিষয়ে কারও নজরদারি আছে বলে মনে হয় না। আশা করছি এ বিষয়ে সংশ্লিষ্টরাও দায়িত্বপালন করবেন।