অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

আমি করোনাভাইরাসে আক্রান্ত নই: স্বাস্থ্যমন্ত্রী

0
.

করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

রবিবার অনলাইনের মাধ্যমে আইইডিসিআর এর প্রেস ব্রিফিংয়ে যোগ দেয়া এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হইনি। আমি একটি পরীক্ষা করিয়েছি এবং কোয়ারেন্টাইনে নেই। বর্তমান পরিস্থিতিতে আমি অন্য সবার মতোই আছি।’

মন্ত্রী বলেন, সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ইতিমধ্যেই ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেক পিপিই বিতরণ করা হচ্ছে।

এর আগে প্রেস ব্রিফিংয়ের শুরুতে আইইডিসিআর জানায়, রবিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে, এদের কারও মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি।

সুতরাং বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা অপরিবর্তিত অর্থাৎ ৪৮ রয়েছে।

যাদের মধ্যে ২৮ জন বর্তমানে চিকিৎসাধীন, ১৫ জন সুস্থ এবং ৫ জন মারা গেছেন।