অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনার ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে যুবক আটক

0
.

করোনা ভাইরাসের ঔষধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে হাটহাজারীতে এক যুবককে হাতেনাতে ধরেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতারক মনসুর আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেিআর কখনো প্রতারণা না করার শর্তে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আজ সোমবার (৩০ মার্চ) হাটহাজারীর চৌধুরী হাট এলাকা থেকে মনসুর আলীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এবিষয়ে জানতে চাইলে ইউএনও মো. রুহুল আমিন বলেন, `করোনা নিয়ে আতংকের কোন কারণ নেই। হাটহাজারীতেই আবিস্কার হল ওষুধ। ’ত ১৯ মার্চ নিজের ফেসবুকে ওষুধ আবিষ্কারের এমন প্রচারণা চালাচ্ছিলেন মনসুর আলী। ক্রেতা সেজে পোস্টদাতা মনসুর আলীকে ফোন করলে তিনি জানান- করোনা থেকে মুক্তি পেতে তার ভেষজ ওষুধ খেতে হবে ১২০ দিন। প্রতি ফাইলের মূল্য ১৫০ টাকা করে।

পরে ক্রেতা সেজে তাকে আমরা আটক করি। প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’