অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগর যুবদলের উদ্যোগে উ. পাহাড়তলীতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত

0
.

করোনাভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড এলাকার সড়ক, ফুটপাত, স্থানীয় বাজার, মসজিদসহ আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (১লা এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি’র নেতৃত্বে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করে।

এসময় মোশাররফ হোসেন দীপ্তি বলেন, জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা নগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া মহল্লায়‌ গত ৪দিনব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় গরীব, দুঃস্থ ও আসহায় মানুষদের মাঝে জীবাণুনাশক ঔষধ ছিটানো, সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এবং দেশের সার্বিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুবদলের এই কার্যক্রম চলমান থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবদুল আলী নগর ইউনিট বিএনপির সভাপতি কাজী মোনায়েম, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মন্জুর মোর্শেদ, বিএনপির নেতা মোঃ সেলিম, নয়ন , মনজুরুল আলম, মহানগর যুবদলের অন্যতম সদস্য সাব্বির আহমেদ ওসমানী, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, ওয়ার্ড যুবদল নেতা মোঃ আজীম, হারুনসহ প্রমুখ নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি