অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আরও একজন করোনা আক্রান্ত

1
.

চট্টগ্রামের দামপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যাক্তির ছেলের রক্তেও করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে দুজন করোনাভাইরাস রোগী সনাক্ত হল।

আজ রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে হয়েছে বলে জানান চট্টগ্রামে সিভিল সার্জন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

আরো খবর: চট্টগ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত

তিনি জানান, গত শুক্রবার সনাক্ত হওয়া ৬৭ বছর বয়স্ক ব্যাক্তির পরিবারের ৪ সদস্যসহ মোট ২২ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছি। আজ সন্ধ্যায় ঔই পরিবারের ২৫ বছরের একজনের রক্তে পজেটিভ ধরা পড়েছে। তিনি পূর্বে আক্রান্ত ব্যাক্তির ছেলে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর দামপাড়ার ১ নং গলির বাসিন্দার শরীরের করোনাভাইরাজ সনাক্ত হয়। পরে তার বাড়িসহ সংস্পর্শে আসা আরো বেশ কয়েকটি লকডাউন করে দেয় প্রশাসন।