অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ব্লক করে দেয়া হল চট্টগ্রাম শহর

0
সিটি গেইট।

করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশ অবনতি হওয়ায় রাজধানী ঢাকার পর এবার বন্দর নগরী চট্টগ্রাম পুরোপুরি ব্লক (লকডাউন) করা হয়েছে।

এ সময় কোন ব্যাক্তি বা যে ধরণের যানবাহন চট্টগ্রাম শহর থেকে বাইরে কিংবা  বাইর থেকে শহরে প্রবেশ করতে পারবে না।

এদিকে সিএমপির এ ঘোষণার পর পরই সারাদেশ থেকে শহরের পথ সিটি গেইট, শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, কাপ্তাই রাস্তার মাথা,অক্সিজেন সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

আজ সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ রাত ১০ থেকে এ ঘোষণা কার্যক্রর করা হবে বলে সিএমপি জানায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

.

তিনি জানান, নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে এখন থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জরুরী সেবা, চিকিৎসা, ভোগ্যপণ্য ও রপ্তানী পণ্য পরিবহন কার্যে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন ব্যতিরেকে সকল ধরনের ব্যক্তি ও যানবাহন চলাচলের উপর নিয়ন্ত্রনের নির্দেশ দেয়া হয়েছে।

উপরোল্লিখিত দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, ছাড়া কোন ব্যক্তি বা পরিবহন চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে বের হতে পারবে না এবং অন্য এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় প্রবেশ করতে পারবে না।আজ রাত ১০ টা থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিষয়টি নিশ্চিত করার জন্য ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরীর সকল প্রবেশ পথে এবং মহানগরীর অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
উল্লিখিত নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।