অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৭ বাংলাদেশিসহ ১২৫৫ জনের মৃত্যু

0
.

নোভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) একদিনে ৭ বাংলাদেশিসহ ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৭১ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত দেশটি আক্রান্তের দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জন করোনা রোগী মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৮ হাজার ১০ জন।

করোনার ভয়াবহ তাণ্ডব চলা ইতালি এবং স্পেনে মৃত্যুর হার কমে আসলোও আশার আলো খুব একটা দেখা যাচ্ছে না এখনো। ইতালিতে নতুন করে ৬৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দেশটিতে সর্বোচ্চ ১৬ হাজার ৫২৩ জনের মৃত্যু হলো। ইতালিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন।

এদিকে স্পেনে নতুন করে ৭০০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৩ হাজার ৩৪১ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন।

এদিকে যুক্তরাজ্যে নতুন করে ৪৩৯ জন, বেলজিয়ামে ১৮৫ জন, ইরানে ১৩৬ জন, নেদারল্যান্ডসে ১০১ জন, এবং জার্মানিতে ৯৬ জনের মৃত্যু হয়েছে।