অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের পুরস্কৃত করা হবে: প্রধানমন্ত্রী

0
.ফাইল ফটো

দেশে করোনা পরিস্থিতিতে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাহসিকতার জন্য তাদের পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবন থেকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে তিনি এ কথা জানান। এ সময় তিনি করোনার বিস্তার ঠেকাতে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও সরকারের ঘোষিত খাদ্য সহায়তা যেন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় সে বিষয়ে খেয়াল রাখার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের প্রতিটি ইউনিয়নে কমিটি রয়েছে। কিন্তু আমি চাই, জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ড-ভিত্তিক কমিটি করা হোক। এই কমিটির কাজ হবে যারা বিভিন্ন ভাতার আওতার বাইরে খেটে খাওয়া মানুষ, এখন কর্মহীন হয়ে পড়েছেন, সাহায্য চাইতে পারছেন না, তাদের তালিকা করা হোক। তাদের জন্য আলাদা করে কার্ডের ব্যবস্থা করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হোক।

এ সময় তিনি সমাজের বিত্তবান মানুষদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের প্রতিবেশীর খোঁজ রাখুন। তাদের দরকারে সাহায্য করুন।

এ সময় করোনার সংক্রমণ ঠেকাতে কাজ করা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, প্রশাসন ও সেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।