অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২৪ ঘন্টায় দেশে করোনা রোগী বেড়েছে ১১২ জন, মোট ৩৩০

0
.

করোনাভাইরাসে দেশে নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

নমুনা পরীক্ষার হার বৃদ্ধি পাওয়ায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী ও বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সকলকে ঘরে থাকার আহ্বান জানান।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ১৫ লাখ ও মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৫ লাখ ১৮ হাজার ৭১৯ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৯৯ হাজার ৬২৮ জন চিকিৎসাধীন এবং ৪৮ হাজার ৭৯ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৩০ হাজার ৫৮৯ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮৮ হাজার ৫০৫ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।