অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লকডাউনের নামে রাস্তা আটকে চাঁদাবাজি, দুজনকে জরিমানা

0
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের হাটহাজারীতে লকডাউনের নামে রাস্তা আটকে দিয়ে যানবাহন থেকে চাঁদাবাজির দায়ে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে উপজেলার চৌধুরীহাট এর পশ্চিমে রেল জংশন এলাকায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

তিনি বলেন, লকডাউনের নামে রেল ক্রসিং সংলগ্ন রাস্তার উপর আড়াআড়িভাবে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেয় স্থানীয় কিছু যুবক। যানবাহন চালকরা এই ব্যারিকেড পার হতে চাইলে তাদের থেকে টাকা আদায় করছিল ঐ যুবকরা। ভুক্তভোগী এক চালক চাঁদাবাজির বিষয় রেকর্ড করে রেখে আমাকে জানান। এরপর পুলিশ নিয়ে আমি সেখানে গেলে এলাকার নিরাপত্তার অজুহাতে তারা আমার গাড়িও আটকে দেয়।

পরে টাকা আদায়কারী দুজনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার জরিমানা করা হয় বলে জানান ইউএনও রুহুল আমীন।