অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিউইয়র্কের সকল স্কুল এ বছরের জন্য বন্ধ ঘোষণা

0
.

নিউইর্য়ক থেকে শুভাশীষ বড়ুয়াঃ

করোনা ভাইরাসের কারণে চরম ভয়াবহতার কথা চিন্তা করে চলতি শিক্ষাবর্ষে নিউইয়র্ক সিটির সকল পাবলিক স্কুল আর খোলা হবেনা বলে ঘোষণা দিয়েছেন মেয়র বিল ডি ব্লাসিও।

শনিবার দেয়া মেয়রের ঘোষণার ফলে ১০ লাখেরও বেশি শিক্ষার্থী এ বছর আর স্কুলে গিয়ে লেখা পড়া করতে পারবেনা। কেবল বাসা থেকেই অন লাইনে পড়তে হবে।

নিউইয়র্কের পাঁচটি শহর জুড়ে ১ হাজার ৮শত এর বেশি স্কুল রয়েছে। এসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখের বেশি ।করোনায় চরম বিপর্যস্ত নিউইয়র্কের সকল কোমল মতি শিক্ষার্থীসহ সকলের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে মেয়র এই সিদ্বান্ত নিয়েছেন।

.

উল্লেখ্য গেল ১৩ মার্চ তারিখে শিক্ষার্থীরা শেষ বারের মত স্কুলে গিয়েছিল। পরবর্তীতে এ বছরের সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষে উর্ত্তিন হয়ে আবার স্কুলে যাবে ।

বিশ্ব ব্যাপী করোনা মহামারীতে সারা পৃথিবীতে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের সব কটি দেশের চেয়ে শুধু মাত্র নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা বেশি ।আজ পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত ১ লাখ ৮১ হাজার ৮২৬ জন । মৃতের সংখ্যা ৮ হাজার ৬৫০ জন।