অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকারী চাল চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

0
.

সিরাজগঞ্জে পৃথক অভিযানে দুঃস্থদের আরও ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল চুরির দায়ে বাগাবাটি ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন চৌধুরী ওরফে পলাশ এবং খোকশাবাড়ির চন্দ্রকোনা গ্রামের রাজু আহম্মেদ ও আকবর আলীকে আটক করা হয়। বাগবাটির নারী ইউপি সদস্য আছিয়া বেগম অভিযানে খবর পেয়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার আল আমিনকে চাল চুরির দায়ে পুলিশে সোপর্দ করার পর লকডাউন ভেঙে বিক্ষোভ করে গ্রামবাসী।

অপরদিকে, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান রাতে পৃথক তিনটি অভিযানে ৪৫ বস্তাচালসহ দুই জনকে আটক করেন। চাল চুরির ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে বলে জানান ওসি মো. হাফিজুল ইসলাম।

বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আল আমিনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিস থেকেও তদন্ত করে দেখা হচ্ছে।’