অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন

0
.

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর সংবাদ মাধ্যমকে রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ অভিনেত্রী বলেন, অসংখ্য স্মৃতি নিলা মা’র সঙ্গে। আমি তাকে মা ডাকতাম। অগণিত কাজ একসঙ্গে করেছি। কোনোভাবেই এটা মেনে নিতে পারছি না। মা, অনেক দোয়া করি তোমার জন্য, তোমার আত্মার শান্তি কামনা করছি।

পারিবারিক সূত্রে জানা যায়, অনেক দিন ধরে কিডনি রোগে ভুগছিলেন ফেরদৌসী আহমেদ লিনা। তার দুটো কিডনি বিকল হয়ে গিয়েছিল।

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’।

তার জানাজা শেষে কোথায় দাফন হবে এখনও সিদ্ধান্ত হয়নি।