অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রোয়ানুর আঘাতে লন্ড ভন্ড পতেঙ্গা

0

13092019_1169585103073303_7704743918497154613_nগত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পতেঙ্গা সমূদ্র সৈকত এলাকা অধিকাংশই লন্ড ভন্ড হয়ে গেছে। শনিবার সকাল থেকে থেমে থেমে দমকা হাওয়া বৃষ্টি হলেও দুপুরেই বাতাস বেড়ে উপকুলীয় এলাকায় টানা এক ঘন্টার তান্ডবে পতেঙ্গার চরবস্তি, লালদিয়াচর, খেজুর তলা, হিন্দুপাড়া, মাইজপাড়া, সিমেন্ট ক্রসিং-নারিকেলতলা, নুরগনি পাড়ার অধিকাংশ ঘরে ৩/৪ফুটের মতো জোয়ারের পানি ঢুকে জনদূর্ভোগ সৃষ্টি হয় ।

তবে প্রচন্ড জোয়ারের তান্ডবে বেশি ক্ষতি হয়েছে পতেঙ্গা নেভাল সড়ক।  কর্ণফুলি নদীর প্রবল স্রোতে ভেঙ্গে গিয়ে বিমান বন্দর ভিআইপি সড়ক অচল হয়ে পড়েছে।

SAM_3555 (2)দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর হাজী আব্দুল বারেক কোম্পানী।  তারা ক্ষতিগ্রস্থ এলাকার লোকদের ত্রান সামগ্রী ও রাতে খেচুড়ী ভাতের ব্যবস্থা করেন।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সৃষ্ট ঘূর্ণি ঝড়টি দুপুরের দিকে মায়ানমার ও ভারতের ওড়িষ্যা এলাকা অতিক্রম করেছে। তবে রাত পর্যন্ত ৭নং বিপদ সংকেত বলবৎ রয়েছে বলে জানান আবহাওয়া অধিদপ্তর ।

SAM_3554 (2)জেলা প্রশাসন সূত্র জানাগেছে- ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে বিপুল পরিমান ঘর বাড়ী, দোকানপাট লন্ডবন্ড হয়ে গেছে। ইপিজেড থানার আকমল আলী রোড এলাকার দুই ভাই বেডিবাঁধ এলাকায় চিংড়ি ঘের দেখতে গিয়ে পানিতে ভেসে যায়। পরে তাদের দুজনের লাশ পাওয়া যায়।

13246419_1312851898742410_4615100634386300975_oকর্ণফুলির বাসিন্দা শহিদ জানান, প্রবল জোয়ারের কারণে বাধঁভেঙ্গে ডাঙ্গারচর, আনোয়ারা, বাশঁখালী এবং কর্ণফুলি সেতু এলাকার বাকলিয়ায় ৩/৪ফুট পানিতে প্লাবিত হয়েছে।

ডাঙ্গারচরের ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয় বলেন, শনিবার ভোরে প্রবল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। ৩/৫ফুট পানি ঢুকে এলাকায় ক্ষতি হয়েছে এবং ভারী বাতাসে ঘরবাড়ী ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকাতে প্রবল বাতাসে গাছপালাসহ বসত ঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ আশ্রয় কেন্দ্র খোলা থাকলেও অধিকাংশ লোকজন সম্পদের টানে বসত ভিটা ছেড়ে এইসব কেন্দ্রে আসছেন না বলে জানান দূর্যোগ কমিটির সদস্য সচিব ওয়াহিদুল আলম।