অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে কিশোর গ্যাং এর হাতে দুই যুবক খুন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর হামলায় দুই যুবক খুন হয়েছে। উপজেলার পৌর সদরের দক্ষিন মহাদেবপুরের ৫নং ওয়ার্ড ভুঁইয়া পাাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৫) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২৪)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, কয়েকদিন আগে দুই কিশোর গ্যাং এর মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝাগড়া হয়। তার সূত্র ধরে

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ঝগড়ার বিষয়টি সমাধান করবে বলে কিশোর গ্যাং এর ইমাম হোসেন, তারেক, তৈয়ব, আইয়ুব গ্রুপ জাহিদ ও শাহিন গ্রুপকে রেল লাইনে আসতে বলে। আসার পর পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যয়ে দুই কিশোর গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুত আহত হয়।

তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত দুুইটার সময় জাহিদ এবং আজ সকাল ৭ টার সময় শাহিন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন। তিনি জানান, সীতাকুণ্ডে দুই কিশোর গ্রুপের মধ্যে মারামারিতে আহত দুজনকে আহত অবস্থায় আনার পর গতকাল রাতে এবং আজ শুক্রবার সকালে ২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দুইজন নিহতের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ বলেন, তুচ্ছ কথা কাটাকাটিতে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই বন্ধু গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।