অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করোনায় আক্রান্ত

0
.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজ এলাকা বরিশালে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। করোনা আক্রান্ত শিক্ষার্থীর নাম যায়েদ।

যায়েদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্ট্যাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নিজের করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই শিক্ষার্থী বলেন, পরীক্ষায় আমার করোনাভাইরাস পজিটিভ এসেছে। আমি এখন ঢাকার মুগদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসারত। করোনা থেকে পরিত্রাণ পেতে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

এ বিষয়ে ইবি করোনা প্রতিরোধ সেলের আহবায়ক ও প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, যায়েদসহ তারা একই পরিবারের তিন জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবসময় খোঁজ রাখা হচ্ছে।