অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পোষাক শ্রমিকের লাশ দাফন করল ছাত্রলীগ

0
লাশ দাফন করলো ছাত্রলীগ।

করোনা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক পোশাক শ্রমিকের লাশ দাফনে এলাকাবাসী বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই পোশাক শ্রমিকসহ পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করের ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার শর্তে লাশ দাফনে সম্মত হন এলাকাবাসী।

ওই শ্রমিক ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাকরি করতেন। তবে নিজ এলাকা শাহজাদপুরের কেউই এগিয়ে না আসায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা লাশের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, করোনা সন্দেহে লাশ দাফনে এলাকাবাসী বাধা দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করার পর দুপুরে পুলিশ পাহারায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা লাশের দাফন সম্পন্ন করেছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ময়মনসিংহের ভালুকা থেকে পোশাক শ্রমিকের লাশ নিয়ে আসা হলেও কীভাবে মারা গেছে পরিবারের লোকজন স্পষ্টভাবে তেমন কিছুই বলেনি।

তবে এলাকাবাসীর আপত্তির কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ১১ জনকেই হোম কোয়ারেন্টাইনে রাখতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।