অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

হাটহাজারীতে সঠিক মূল্য তালিকা না রাখায় দুই মুদী দোকানকে জরিমানা

0
.

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
হাটহাজারীতে সঠিক মূল্য তালিকা প্রদর্শিত না রাখায় দুইটি মুদি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন উপজেলার দক্ষিন মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

সুত্র জানায়, করোনা সংকট চলাকালে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন ইউএনও রুহুল আমিন।

সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত হাটহাজারীর মদুনাঘাট বাজারে তিনি বাজার মনিটরিং করেন। সেখানে অমিত স্টোর নামে এক মুদির দোকানে মূল্য তালিকায় আদার দাম ২০০ টাকা লেখা ছিল। ইউএনও দোকানে প্রবেশ করতেই দোকানী মূল্য তালিকায় দ্রুত আদার দাম পরিবর্তন করে ১৪৫ টাকা লিখে দেয়।

এছাড়া আমিন স্টোর নামে একটি মুদি দোকানে মূল্য তালিকায় আদার দাম ১৬০ টাকা লেখা থাকলেও বিক্রি হচ্ছিল ২২০ টাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, মূল্য তালিকার সাথে বিক্রয়মূল্যের অসঙ্গতি পাওয়ায় দোকান দুটির প্রত্যেকটিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যারা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে তারা রেহাই পাবে না উল্লেখ করে তিনি বলেন, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।