অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

0
gunfight-2
.

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক মারা গেছে। শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহতরা ওই সড়কে ডাকাতির করতে এসেছিল। তবে তাঁদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, শুক্রবার রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান যে, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় ডাকাতের অবস্থান করছে। তারা ওই সড়কে প্রতিবন্ধকতা দিয়ে বেশ কিছু যানবাহন আটকে রেখেছে।

খবর পেয়ে মিরপুর থানা-পুলিশ সেখানে রাতে অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর ককটেল ও গুলি চালায় ডাকাতেরা। এ ঘটনায় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদের পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।

এ ছাড়া তাঁর দেহরক্ষী ও ইঞ্জিন চালিত নসিমনের এক চালক আহত হন। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতেরা পালিয়ে যায়। তবে অভিযান শেষে ঘটনাস্থলে দুই যুবকের লাশ পাওয়া যায়।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাদের দুজনের পরনে ছিল হাফ প্যান্ট ও কোমরে গামছা বাঁধা ছিল। এরা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।