অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় একদিনে ১৩ জন সনাক্ত

0
.

চট্টগ্রামে একদিনের ১৩ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

আজ সোসবার (৪ মে ) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি। তিনি জানান, গতকাল রবিবার সিভাসুতে ৮৩টি নমুনার মধ্যে ৮টি পজিটিভ রিপোর্ট আসে। তারা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা।

তিনি বলেন, গতকাল রাতে সিভাসু থেকে প্রকাশিত তথ্যের গরমিল ছিল। সংশোধিত তালিকা অনুযায়ী সিভাসুতে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তারা হলেন- পাঁচলাইশ একজন চিকিৎসক, দামপাড়া পুলিশ লাইন ২ জন, পাহাড়তলী সরাই পাড়া ১ জন, রিয়াজুদ্দিন বাজার, চৈতন্য গলি ১ জন, গোসাইলডাঙ্গা ১ জন, বহদ্দার হাট এক কিলোমিটার ২ জন।

এছাড়া রবিবার বিআইটিআইডি এর ১৮৩ নমুনার মধ্যে ৭টি পজিটিভ রিপোর্ট আসে। তার মধ্যে ২ জন নোয়াখালী জেলার। চট্টগ্রাম জেলার ৫ জন হলেন, দামপাড়া পুলিশ লাইন ১ জন, চান্দগাঁও থানার মোহরা আলম খান চৌধুরী বাড়ির বজল আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আবছার (৫৫), সাতকানিয়া উপজেলার ঢেমশা,সিটুয়া পাড়া পুরুষ বয়স (৪৫), পাহাড়তলী পুরুষ বয়স (৩৫), বিআইটিআইডিতে ১ জন। এদের মধ্যে মোহরার নুরুল আলম চৌধুরী গত ১ মে মারা গেছেন।

এনিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৯৪ জনে দাঁড়িয়েছে।