অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে করোনায় আরও ১৬জন আক্রান্ত

0
.

চট্টগ্রামে নতুন আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পেড়েছ। গত ২৪ ঘন্টায় ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪৩ জনের নমুনা পরীক্ষার পর এ ১৬ জনের নমুনায় করোনা পজেটিভ ধরা পড়েছে।

নতুন আক্রান্ত এ ১৬ জনের মধ্যে নগরীর এনায়েত বাজারে মারা যাওয়া এক প্রাবাসী রয়েছেন। গতকাল সোমবার তিনি মারা যান।

এ নিয়ে বিআইটিআইডিতে মোট আক্রােন্তর সংখ্যা দাড়ােলা ১১০ জনে।

সোমবার (৪ মে) রাতে পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী। তিনি জানান, নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে নগরীতে ১১ এবং জেলায় ৫ জন।

সিভিল সার্জন আরও জানান, বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। তন্মধ্যে চট্টগ্রামের ১৬ জন। চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায় ৬ জন।

আক্রান্তরা হলো- নগরীর দামপাড়া পুলিশ লাইনের ২ জন, এনায়েত বাজারে ২জন হালিশহর বন্দর এলাকায় ২ জন, পাহাড়তলীতে ২জন, আকবরশাহতে ১জন, উত্তর কাট্টলীতে ১জন, চট্টগ্রাম সেনা হাসপাতালে ১ জন।

এছাড়া জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা আইআইইউসিতে ১, ফৌজদারহাট বিআইটিআইডি ১জন, লোহাগাড়া উপজেলায় ১জন, বাঁশখালী উপজেলায় ১ জন এবং পটিয়া উপজেলায় ১ জন রয়েছেন।

চট্টগ্রামের দুটি ল্যাবে (বিআইটিআইডি ও সিভাসু) এ পর্যন্ত মোট তিন হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে ১৬০ জনের শরীরে।