অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিএমপির সহকারী পুলিশ কমিশনার করোনাভাইরাসে আক্রান্ত

0
.

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সহকারী কমিশনার করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। এই প্রথম সিএমপির কোনো কর্মকর্তা আক্রান্ত হলেন।

বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করা নমুনা পরীক্ষায় ওই কর্মকর্তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক।

গণমাধ্যমকে তিনি বলেন, “আক্রান্ত এক সদস্যের সংস্পর্শে আসায় গত ২৯ এপ্রিল এই কর্মকর্তার নমুনা সংগ্রহ করা হয়েছিল পরীক্ষার জন্য। বুধবার তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।”

এছাড়াও ট্রাফিক উত্তর বিভাগের এক কনস্টেবলের ফলাফলও পজিটিভ এসেছে বলে জানান এডিসি বক্কর।

নগর পুলিশের এক কর্মকর্তা জানান, ওই সহকারী কমিশনারকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল। পাশাপাশি ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তার কোয়ারেন্টিনের শেষ দিনে (১৪ দিন) নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

তবে ওই পুলিশ কর্মকর্তা সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গও নেই বলে জানান তিনি।

এনিয়ে চট্টগ্রাম নগর পুলিশের ১৯ জন সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।