অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে একদিনে ৩ জন আক্রান্ত: পিএইচপি কারখানা লকডাউন

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
একদিনে সীতাকুণ্ডে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে একজনের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে। তিনি কুমিরা অবস্থিত পিএইচপি ফ্যাক্টরিতে ফোরম্যান হিসেবে কাজ করে আসছেন। কুমিরায় অবস্থিত পিএইচপি ফ্যাক্টরি লকডাউন করা হয়েছে। প্রতিষ্ঠানের কর্মরত প্রায় ১৫০ জন কর্মচারীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

এদিকে ছলিমপুর ইউনিয়ের ৬নং ওয়াড়ের বাসিন্দা। তিনি একজন সবজি ব্যাবসায়ী। তিনি কালুশাহ নগর এলাকার তজু আহমদ এর বাড়ীতে ভাড়া থাকেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৬ পরিবার ৩৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে একইদিন দুপুরে শনাক্ত হওয়া ব্যক্তিটি ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পৌর সদরের আমিরাবাদ এলাকায় জনৈক লিটনের ভাড়া বাসায় বসবাস করছেন, তার গ্রামের বাড়ি রংপুর বলে জানা গেছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৩০ পরিবারের ১২৮ সদস্য হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ জানান, এনিয়ে সীতাকুণ্ডে মোট ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এদিকে একের পর এক আক্রান্তের ফলে উপজেলার সর্বত্র মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।