অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনাভাইরাসে একদিনে সারাদেশে ১৩ জনের মৃত্যু

0
.

একদিনেই ১৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৯ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৭০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৪২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস আক্রান্তের সবশেষ পরিসংখ্যান তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন, এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৯১০ জন।

স্বাস্থ্য বুলেটিনে মৃতের তথ্য না জানালেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৪ ঘণ্টার মৃতের পরিসংখ্যান জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ৬ জন ঢাকার, ৩ জন ঢাকা বিভাগের অন্য জেলার এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

তাদের মধ্যে ৬ জনের বয়স ৬০ বছরের বেশি, ৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ২ জন ৪১-৫০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের যিনি মারা গেছেন, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।