অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবি ছাত্রলীগের সহ-সভাপতিকে কুপিয়ে ছাত্রলীগের অপর গ্রুপ

1
image-3895-1477758271
তায়ফুল হক তপু।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের সহ-সভাপতি তায়ফুল হক তপুকে কুপিয়েছে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন“বাংলার মুখ” এর নেতা কর্মীরা । শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তায়ফুল হক তপু আব্দুর রব হলের ঝুপড়িতে বসে চা খাচ্ছিলেন । এসময় “বাংলার মুখ”র কর্মী হিসেবে পরিচিত একদল ছাত্রলীগ নেতাকর্মী তার উপর অতর্কিতে হামলা করে । তাৎক্ষনিকভাবে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয় । পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

তপু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন সাংবাদিকদের জানান, আমরা হামলার খবর পেয়েছি। বর্তমানে আমরা ঘটনাস্থলে আছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।`

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে চবি ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল তপু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন আবদুর রব হলের ঝুপড়িতে  আড্ডা দিচ্ছিল। এ সময় মুখোশধারী ১০-১২ জন রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

জানাগেছে, কয়েকদিন আগে চবি’র শাটল ট্রেনের বগি ভিক্তিক রাজনীতি বন্ধ করতে শাটল ট্রেন থেকে সকল গ্রুপের নাম পরিচয়ে লেখা মুছে ফেলে ছাত্রলীগ। এ ঘটনার জের ধরে এ হামলা ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে শিক্ষার্থীরা।

এদিকে তপুর অনুসারীরা দাবি করছে, হামলাকারীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী। তপুর অনুসারীরা জড়ো হয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে।

সংর্ঘষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

১ টি মন্তব্য
  1. Harunar Rashid বলেছেন

    No language to hate them