অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজি চালক নিহত

0

সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহতের নাম শহিদুল আলম (৩০)। সে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রহমতনগর এলাকার নবীউল হকের পূত্র।

আজ শনিবার (২৩মে) ভোর ৬টায় সময় পৌরসভারস্থ উপজেলা গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকামূখী একটি অজ্ঞাত দ্রুতগতির গাড়ি সিএনজি অটো রিক্সাকে (চট্টগ্রাম-থ-১২-২২০০) ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক শহিদুল আলম নিহত হয়। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত চালককে উদ্ধার করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ তাশারফ হোসেন বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় এক সিএনজি চালককে উদ্ধার করে পুলিশের কাছে লাশ হস্তান্তর করি।

উল্লেখ যে, ২০১৬ সালের ১৫ আগষ্ট থেকে মহাসড়কে সিএনজি অটোরিক্সা নিষিদ্ধ করে আদালত। কিন্তু আদালতের আদেশ অমান্য করে হাইওয়ে পুলিশের সাথে চালকদের টোকেন বাণিজ্যের মাধ্যমে মহাসড়কে অবাধে চলাচল করছে সিএনজি অটোরিক্সা। আর প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।