t পটিয়ায় আমেরিকা প্রবাসী বেলাল হত্যা: চাঁদাবাজ ভুট্টোসহ ৪ জনের বিরুদ্ধে মামলা – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় আমেরিকা প্রবাসী বেলাল হত্যা: চাঁদাবাজ ভুট্টোসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়ার জিরির মোহাম্মদ নগর এলাকার আমেরিকা প্রবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন (৪০) হত্যাকাণ্ডের অভিযোগে স্থানীয় যুবদল ক্যাডার হিসেবে পরিচিত আব্দুর রব ভুট্টো ও তার দুই ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

গতকাল রবিবার রাতে নিহত প্রবাসী বেলালের স্ত্রী বৃষ্টি আক্তার বাদী হয়ে পটিয়া থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হল-আবদুর রউফ ভুট্টো (৪৮), তার সহযোগী সাতকানিয়ার সামশু কবিরের পুত্র মহিউদ্দিন করিব (৫০), ভুট্টোর দুই ছেলে পুত্র অভি (২০) ও সানি (১৮)।

নিহত বেলালের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বেলালের বাড়ি জিরি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে। তিনি মোহাম্মদনগরের সীমান্তবর্তী কুসুমপুরা ইউনিয়নের থানামহিরা গ্রামে বাড়ি নির্মাণ করার জন্য জায়গা ক্রয় করেন। গত ২৫ ফেব্রুয়ারী তিনি তার চাচাতো ভাই মঈনুলের বিয়ের দাওয়াতে আমেরিকা থেকে দেশে এসে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে আটকা পড়েন।

আরও খবর- পটিয়ায় চাঁদাবাজদের হামলায় আহত আমেরিকা প্রবাসী বেলাল মারা গেছেন

বাদীনি বৃষ্টি আকতার জানান, আমেরিকা থেকে আসার পর থেকে বেলালের সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয় তার সৎ মামা ও এলাকার কতিপয় চিহ্নিত চাঁদাবাজ আবদুর রউফ ভুট্টোর সাথে। এনিয়ে দফায় দফায় বিরোধ শুরু হয়। ভুট্টোর নেতৃত্বে তার সহযোগীরা বেলালের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় গত শনিবার প্রবাসী বাউন্ডারি ওয়াল দেয়া জায়গায় তালা ঝুলিয়ে দেয় চাঁদাবাজরা ।

পরে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রবাসী বেলালের ওপর লোহার রড় ও ইট পাথর দিয়ে হামলা করা হয়। আহত অবস্থায় বাড়িতে চিকিৎসা নিচ্ছিল তিনি। গত বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা গত ১২ জুন শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বেলালকে মৃত ঘোষণা করে।

অভিযোগ রয়েছে, যুবদলের ক্যাডার আব্দুর রব ভুট্টো বর্তমানে আওয়ামী লীগের কতিপয় স্থানীয় নেতাদের সেল্টারে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

প্রবাসী বেলালের ওপর হামলা ও মৃত্যুর পর জড়িতদের বিরুদ্ধে গত শুক্রবার থেকে নিহত বেলালের পরিবার মামলা করার জন্য গেলে পটিয়া থানা পুলিশ মামলা নিতে বিভিন্ন ধরণের টালবাহনা শুরু করেন। শেষ পর্যন্ত পটিয়া থানা পুলিশ চাপের মুখে পড়ে যুবদলের ক্যাডারসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে গত রবিবার রাতে হত্যা মামলা রেকর্ড করেছেন।

পটিয়া পুলিশ জানায়, আব্দুর রব ভুট্টোর বিরুদ্ধে মাদক, ইয়াবা, জায়গা দখল, গরু চুরিসহ প্রায় ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। হত্যা মামলাটি রেকর্ড করার পর মামলার বাদী ও নিহতের স্ত্রী বৃষ্টি আকতারকে এবং তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে বলে জানান।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন আব্দুর রব ভুট্টোসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছেন বলে তিনি জানান।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print