অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম

0
.

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর দেড়টায় রাজধানীর আনোয়ারা খান মডার্ন হাসপাতালে তিনি মারা যান।

মো. সেলিম দীর্ঘদিন বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে চিকিৎসার জন্য তাকে আনোয়ার খান মডার্ন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। অসুস্থ থাকা অবস্থায় তার শরীরা করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছিলো।

মোহাম্মদ সেলিম শরীয়তপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। গ্রাজুয়েশন শেষ করার পর তিনি বস্ত্র ব্যবসা শুরু করেন। মোহাম্মদ সেলিম সিনথিয়া সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান। তিনি বস্ত্র ব্যবসার সাথে সম্পৃক্ত।

মোহাম্মদ সেলিম তিন ছেলে ও এক কন্যার জনক। তার তিন ছেলে তিনটি ইনস্যুরেন্স কোম্পানির পরিচালক।