অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তাঁতী লীগ সভাপতির নেতৃত্বে ব্যাংক গ্রাহকদের টার্গেট করে টাকা লুট করতো ডাকাত চক্র

0
.

নগরীর বিভিন্ন ব্যাংকের শাখা এবং টাকা তোলার বুথকে টার্গেট করে টাকা লুটের পরিকল্পনা করতো সংঘবদ্ধ ঢাকা দল চক্র। সম্প্রতি

নগরীর কোতোয়ালী থানার জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা লুট ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয় ঘটনায় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার ও তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ৩ টি টিপ ছোরা, দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধ্যানে জানাগেছে, এ চক্রের মূল নেতৃত্বে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগি সংগঠন তাঁতী লীগের দক্ষিণ জেলার সভাপতি এসএম মাসুদুর রহমান। গ্রেফতারকৃত ডাকাতের মধ্যে আনোয়ারার মাসুদুর রহমানও রয়েছেন।  তার নির্দেশে এবং পরিকল্পনা মত ডাকাতি বাস্তবায়ন করতো অন্যরা।  ডাকাতির কাজে ব্যবহ্নত জব্দকরা মোটরসাইকেল দুটি তারই সরবরাহ করা বলে পুলিশ জানায়।

আজ শনিবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে সিএমপি দক্ষিণের ডিসি মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এই ডাকাত চক্রকে গ্রেফতার ও তাদের ডাকাতির বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

গ্রেফতার ৬ ডাকাত হলেন, কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২),চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের আলী (৩২), আনোয়ারা উপজেলার এসএম মাসুদুর রহমান (৪০) ও সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩)।

.

পুলিশ জানায়, গ্রেফতারকৃত এ চক্রটিই নগরীর বিভিন্ন সড়কে ফিল্মি স্টাইলে ডাকাতি করে থাকে। গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে চক্রটি জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনাই করা মামলার তদম্তে গিয়ে চক্রটির সন্ধান পায় কোতোয়ালি থানা পুলিশ এবং একপর্যায়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ,৩ টি টিপ ছোরা,দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে ডিসি মেহেদী হাসান বলেন, বিভিন্ন ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি সোর্স এর ভূমিকায় থাকে একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু লুট করে।

তিনি জানান, গ্রেফতারকৃত এ ডাকাত চক্রটিই গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনায় দায়ের করা মামলার তদম্তে নেমে চক্রটির সন্ধান পায় টিম কোতোয়ালী তদন্তের একপর্যায়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলটি ফিল্মি স্টাইলে নগরীতে ডাকাতি করেন। ভোক্তভোগী একজনের দায়ের করা মামলার তদন্তের চক্রটির সন্ধান মিলে। গ্রেফতার ৬ ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

সংবাদ সম্মেলনে এ ডি সি (দক্ষিণ)এস এম শাহ্ আব্দুর রউফ, এসি কোতোয়ালী জোনের নোবেল চাকমা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো:কামরুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।