অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সৌদি আরবে মারা গেলেন প্রবাসী নারী চিকিৎসক ফারহানা হক তানিয়া

0
ডা.ফারহানা হক তানিয়া।

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন প্রবাসী ডা.ফারহানা হক তানিয়া। প্রায় ২৩ দিন ভেন্টিলেটর সাপোর্টে থাকার পর মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে মারা যান তিনি।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. ফারহানা চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটিসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ইউএসটিসির অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ডা. ফারহানা তানিয়া রিয়াদে একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত অনেক যত্ন নিয়ে বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে গেছেন তিনি। এজন্য চতুর্দিকে তাঁর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, ডা. ফারহানা হক তানিয়াসহ সৌদি আরবে এ পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।