অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়োজিদে পাহাড় কাটার দায়ে এক ব্যাক্তিকে ৬ লাখ টাকা জরিমানা

0
.

নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে রিতেন কুমার নামে এক ব্যাক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান,  ১০ জুন উক্ত এলাকা সরেজমিনে ঘুরে পাহাড় কাটার প্রমাণ পাই আমরা। ছয় হাজার ঘনফুট পাহাড় কাটা হয়েছে। আর এই পাহাড় কাটার সাথে জড়িত ছিল রিতেন কুমার সাহা নামের এক ব্যক্তি। বুধবার পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী শুনানি শেষে এই জরিমানা নির্ধারন করেন। একইসাথে পাহাড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যও বলা হয়।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তর জরিমানা করে আসছে। মাঝখানে করোনার কারণে কিছুদিন বন্ধ ছিলর পাহাড় এলাকায় পাহাড় কটায় ছয় লাখ টাকা জরিমানা করা হলো। পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে বুধ্বার এই জরিমানা নির্ধারণ করা হয়।