অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বান্দরবানে জেএসএস’র দু’পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৬ জন নিহত

0
.

বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ জেএসএস সংস্কারের ছয় জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আর অন্তত তিন জন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল ও সংস্কার গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় ঘটনাস্থলেই জেএসএস সংস্কার গ্রুপের ছয় জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন।

নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেবিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন- বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা অপরজনের নাম জানা যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, দুই পক্ষের বন্দুকযুদ্ধে ছয় জন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন। ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে বলে জানান তিনি।