অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মারা গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী ও মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন

0
.

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৮নং সাক্ষী এবং নগরীর চাঁদগাও থানার নুরুজ্জামান নাজির বাড়ীর বাসিন্দা এসএম জামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত পৌনে ৯টায় নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও ২ ছেলে ৪ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।

মরহুম এস এম জামাল উদ্দিন ৯০ ব্যাচের বন্ধু ও প্রাণের বন্ধনে’ ৯০ এর এডমিন এস এম সাহাব উদ্দিন সজীব এর পিতা।

সাহাব উদ্দিন সজীব পাঠক ডট নিউজকে জানান, আব্বা বার্ধক্যজনিত রোগে মারা গেছেন তাছাড়া ওনার ফুসফুসের সমস্যা ছিল। রাতে ট্রিটমেন্ট হাসপাতালে তিনি মারা যান।

এদিকে ১টায় রাষ্ট্রিয় মর্যদায় জানাজা শেষে নগরীর নগরীর চাঁদগাও নুরুজ্জামান নাজির বাড়ীর পারিবারিক কবরাস্থানে মুক্তিযোদ্ধা এসএম জামাল উদ্দিনকে দাফন করা হয়েছে।

জামাল উদ্দিনের মৃত্যুতে প্রাণের বন্ধনে’ ৯০ এর শোক:

৯০ ব্যাচের বন্ধু ও প্রাণের বন্ধনে’ ৯০ এর এডমিন এসএম সাহাব উদ্দিন সজীব এর পিতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা এসএম জামাল উদ্দিন মৃত্যুতে গভীরভাবে প্রকাশ করেছে প্রাণের বন্ধনে’ ৯০ এর এডমিন প্যানেল ও সকল ব্যাচ বন্ধুরা।

এক বিবৃতিতে সংগঠনের এডমিন প্যানেল বলেন- শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর প্রার্থনা করছি আল্লাহ্ মরহুমকে জান্নাতের চিরস্থায়ী মেহমান হিসাবে কবুল করুন।