অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনা কেড়ে নিয়েছে দেশপ্রেমিক সেনা অফিসার লে. কর্নেল আনোয়ারুল আজিমকে

0
.

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিজিবি’র চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের পরিচালক ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সাবেক অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।

তিনি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।

সেখানে আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৮.১৫ টায় তিনি মারা যান।

লে. কর্নেল আনোয়ারুল আজিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি সন্দ্বীপের মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজ উল্লার ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে জানাজা শেষে তাকে সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

লে. কর্নেল আনোয়ারুল আজিম হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের ’৮৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ৮৭ ব্যাচ।

লে. কর্নেল আনোয়ারুল আজিম রোহিঙ্গা সংকটের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। এছাড়াও বিজিবির চট্টগ্রাম রিজিউনের লজিস্টিক অফিসার হিসেবেও দায়িত্বরত ছিলেন তিনি।