অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বায়তুশ শরফে নতুন পীরের নেতৃত্বে কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর বিরোধ তুঙ্গে

0
.

চট্টগ্রাম বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন ইন্তেকাল পর নতুন পীর মাওলানা আব্দুল হাই নদভী দায়িত্ব নেয়ার পর থেকে বিভিন্ন বিষয় ও কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর সাথে নতুন পীরের দ্বন্ধ শুরু হয়েছে।

জানাগেছে, যুগ যুগ ধরে এলাকাবাসীকে সাথে নিয়ে বায়তুশ শরফের সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসলেও এবার নতুন পীর দায়িত্ব নেয়ার পর এলাকাবাসীদের বাদ দিয়ে সম্প্রতি আনজুমানে নওজোয়ান বাংলাদেশ’র কমিটি গঠন করা হয়েছে।  এ ছাড়া এলাকার কোন প্রতিনিধি না রেখেই স্বেচ্ছাচারিতার মাধ্যমে বৃহত্তর সংগঠন আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের কমিটি গঠন করে সম্মেলন ডেকেছে নতুন পীর।  এমন অভিযোগ তুলেছেন ধনিয়ালাপাড়াবাসী।

এনিয়ে গতকাল বুধবার বাদ মাগরিব বায়তুশ শরফস্থ মহল্লাবাসীর উদ্যেগে বায়তুশ শরফ মসজিদে আলহাজ্ব মৌলানা আব্দুল হাই জাহেদ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন- বায়তুশ শরফের নতুন পীরের নেতৃত্বে কমিটিতে নিজের পছন্দ মত লোক নিয়ে স্থানীয়দের বিতাড়িত করেছেন। ইতিমধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বাদ দেওয়া হইয়েছে। বিভিন্ন কমিটি গঠন করে সবকিছু নিজের দখলে নেওয়ার মাধ্যমে ১১ ই জুলাই আঞ্জুমানে ইত্তেতাদের লোক দেখানো সম্মেলন আহ্বান করেছেন যা চরম স্বেচ্ছাচারিতার শামিল।

সভায় বক্তারা বায়তুশ শরফস্থ মহল্লাবাসীদের মধ্যে যোগ্য ব্যক্তিদের বায়তুশ শরফের প্রতিটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে অগ্রাধিকার ভিত্তিতে স্থান দেওয়ার দাবি জানান। এলাকাবাসীর সাথে আলোচনার মাধ্যমে সুরাহা না হওয়া পর্যন্ত নবগঠিত আঞ্জুমানে নওজোয়ানের একপেশে কমিটি বাতিল ও ০৯ জুলাই আঞ্জুমানে ইত্তেতাদের সম্মেলন স্থগিত করার জোর দাবি জানানো হয়। এলাকাবাসীর দাবি অমান্য করা হলে তার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন, সমাজকর্মী রাজনীতিবিদ এস. এম. সাইফুল আলম, আলহাজ্ব শুক্কুর সর্দার, আলহাজ্ব বাদশাহ্ মিয়া, আলহাজ্ব শফিউল আলম, হাজী জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ শাহীন, হাজী মোহাম্মদ মহসীন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, মোহাম্মদ হালিম, মোহাম্মদ ফয়সাল অভি, হাজী মোহাম্মদ এয়াছিন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ জাকির হোসেন, আলী হোসেন, মোহাম্মদ জলিল, মোহাম্মদ শাহ্জাহান, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ জুয়েল, ডায়মন্ড, মোহাম্মদ রুবেল।