অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৯৬৫ টি নমুনা পরীক্ষায় ১৬৭ জনের করোনা শনাক্ত

0
.

বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৬৫টি নমুনা পরীক্ষায় করে নতুন করে ১৬৭ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের নগরীর ১০৯ জন এবং বিভিন্ন উপজেলায় ৫৮ জন। এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৩১ জন। গত একদিনে করোনায় মারা গেছে একজন ও সুস্থ হয়েছে ১৬ জন।

বুধবার (১৫ জুলাই)সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, চট্টগ্রামের ৬টি ল্যাবের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮৬টি নমুনা পরীক্ষায় ১৮ জন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষায় ৪৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৫টি নমুনা পরীক্ষায় ২২ জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষায় ৫ জনের, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ২৭ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

এছাড়া চট্টগ্রামে ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় কারো পজেটিভ শনাক্ত হয়নি।