অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে চাল কেলেংকারির ঘটনায় খাদ্য কর্মকর্তাসহ ৫ জন জেলহাজতে

0
rice-sale-pic-001-1
আটক খাদ্য কর্মকর্তাদের ছবি।

চট্টগ্রামে ওএমএস’র চাল কেলেংকারির ঘটনায় আটক তিন খাদ্য কর্মকর্তাসহ ৫ জনকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্টেট আবু সালেহ মো. নোমান এ আদেশ প্রদান করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে চাল কেলেংকারির ঘটনায় তিন খাদ্য কর্মকর্তাসহ ৫জনকে আটক করে দুদক। দুদক কার্যালয়ে ডেকে নিয়ে তাদেরকে আটক করা হয়।

সরকারী ওএমএস’র চাল বিক্রির অনিয়মের অভিযোগে ১ নভেম্বর বরখাস্ত হয়েছিলেন এ তিন কর্মকর্তা। দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো.আবু সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

তিন খাদ্য পরিদর্শক হলেন, শুভজিৎ দে, শাহনেওয়াজ ও শাহাবুদ্দিন। আটক হওয়া বাকি দুজন ডিলার সৈয়দ মো. মারুফ ও জাহাঙ্গীর আলম।

দুদক পরিচালক সাঈদ বলেন, ডিলারের সঙ্গে কারসাজি করে চাল আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে পাঁচজনের বিরুদ্ধে।