অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দক্ষিন আফ্রিকা করোনায় মারা গেলেন ফেনীর শিক্ষক সরওয়ার কামাল

0
.

শওকত বিন আশরাফ, দক্ষিন আফ্রিকা থেকে:

দক্ষিন আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঁইয়ার প্রবীণ শিক্ষক মুহাম্মদ সরওয়ার কামালের।

আজ রবিবার (২৬ জুলাই) ভোর ৫ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি শিক্ষকতার পেশা ছেড়ে কয়েক বছর আগে দক্ষিন আফ্রিকা এসে ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরে ব্যবসা বানিজ্য করে বসবাস করে আসছিলেন।

অত্যান্ত সদালাপী সাদা মনের ধার্মিক এই মানুষটি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার কামাল আতাতুর্ক হাই স্কুলের অভিজ্ঞ ও স্বনামধন্য একজন শিক্ষক ছিলেন।

তিনি গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতারা এ তথ্য নিশ্চিত করেন।

এই নিয়ে করোনায় দক্ষিন আফ্রিকায় ২০ বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৬ বাংলাদেশী নাগরিক মৃত্যু বরণ করেছে।