অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে ১০ টি ব্রডগেজ লোকোমোটিভ দিলো ভারত

0
.

শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে ১০ টি ব্রডগেজ লোকোমোটিভ রেল পাঠিয়েছে ভারত। আজ এক ভার্চুয়েল অনুষ্ঠানের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে দু’দেশের পররাষ্ট্র ও রেলমন্ত্রীসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভারত সরকারের এই লোকোমোটিভ হস্তান্তর, ২০১৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে করা একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বাস্তায়ন। অনুষ্ঠানে ভারতের পক্ষে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর এবং রেল শির।প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, প্রতিমন্ত্রী অঙ্গদি সুরেশ উপস্থিত ছিলেন। আর বাংলোদেশ পক্ষে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল কালাম আবদুল মোমেন ও রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ককে কালোত্তীর্ন আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শংকর দু’দেশের সম্পর্কে আরও নিদর্শণ স্থাপনের আশা করেন। বাংলাদেশের পক্ষ থেকেও দু’প্রতিবেশি দেশের সম্পর্ক আরও বেগবান হওয়ার প্রত্যাশা করা হয়।