অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বাঁশখালীতে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া মুক্তিযোদ্ধার দাফনে তদন্তের নির্দেশ

0
.

জেলার বাঁশখালী উপজেলার মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার ঘটনায় প্রতিবেদন দিতে চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দাফন করার সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

একজন বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদা বঞ্চিত হওয়া সরকারের কাম্য নয়। এ ঘটনায় প্রশাসনিক অবহেলার বিষয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রতিবেদন দিতে বলেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত পত্র চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।

এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে টেলিফোনে কথা বলেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

তদস্ত কমিটি গঠন:

এদিকে বাঁশখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ দাফনের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমকে এক কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার তিনি ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছেন। অভিযোগ সরেজমিনে তদন্ত শেষে প্রতিবেদন দেবেন তিনি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

ডা. আলী আশরাফ বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। তিনি বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই। গত সোমবার বার্ধক্যজনিত কারণে মারা যান ডা. আলী আশরাফ। সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কিন্তু বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরেও দাফনের আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়নি। এ নিয়ে বিক্ষোভ করেন এলাকার মানুষ।