অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় প্রাণ হারালেন টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ

0
.

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত বরকতউল্লাহ।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বরকত আংকেল সকাল ৯টা ৩০ মিনিটে চলে গেছেন আমাদের ছেড়ে। অনেক প্রার্থনা। একটুপর মিরপুর নিয়ে যাওয়া হবে এই গুণী মানুষকে।’

এর আগে নিজের ফেইসবুকে এক স্ট্যাটাসে বিজরী লিখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

এদিকে অভিনেত্রী সুবর্ণা মুস্তফা তার ফেইসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘খ্যাতিমান নির্মাতা ও টেলিভিশন ব্যক্তিত্ব বরকত উল্লাহ ভাই মারা গেছেন।’

হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকের প্রযোজক ছিলেন বরকতউল্লাহ। এই নাটকটিতে বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলেন আসাদুজ্জামান নূর।

নাটকে বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে রাজপথে আন্দোলন করেছিল সাধারণ মানুষ। তখন নাট্যকার হুমায়ূন আহমেদের সঙ্গে প্রযোজক বরকতউল্লাহর বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছিল।