অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে করোনা উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যান খায়েরের মৃত্যু

0
.

করোনা ভাইরাস নিয়ে মারা গেছেন জেলার মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল আলম খায়ের (৬৫)। আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টায় নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে পারিবারিক সূত্রে জানাগেছে।

ইউপি চেয়ারম্যান ছাড়াও তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সমিতির সদস্য ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের এক সপ্তাহ আগে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হন।পরে তার করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে জানতে পারি। তবে তিনি হার্টের সমস্যায়ও ভুগছিলেন৷

আজ মঙ্গলবার রাত ৮ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার বাদ জোহর তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান খায়ের মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালার গ্রামের মৃত হাজ্বী মনির আহম্মদের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে চেয়ারম্যান আবুল খায়েরের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, সাধারণ সম্পাদক কবির আহম্মদ নিজামী, করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিল্পব, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী।