অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

করোনায় মারা গেলেন চবি শিক্ষক সফিউল আলম তরফদার

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর সফিউল আলম তরফদার (জ্যাক) কোভিট-১৯ আক্রান্ত হয়ে নগরীর পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন।  (ইন্নাল্লিলাহে ওয়াইন্নালিল্লাহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার গ্রামের বাড়ি খুলনা জেলায়।

গতকাল বৃহস্পতিবার (০৬ আগষ্ট) রাত সাড়ে ৯টায় নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।

প্রফেসর প্রফেসর সফিউল আলম তরফদারের ঘনিষ্ট্য বন্ধু সাংবাদিক শাহ নওয়াজ পাঠক ডট নিউজকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৯ জুন অধ্যাপক শফিউল আলম তরফদার করোনা পজিটিভ হন। এরপর থেকে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন করোনা পজেটিভ ছাড়াও তিনি ডায়াবেটিকস, প্রেসারসহ নানান জটিল রোগে তিনি ভুগছেন। উনার শাররীক কন্ডিশন তেমন ভালো ছিল না।  একমাস যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধনি ছিলেন। প্রায় ১০/১২ আগে তার শাররিক অবস্থান অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে তার মুত্যু হয়।

তাঁর মৃত্যুতে চবি শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বাদ জুমা নগরীর কাজেম আলীর মাঠে অনুষ্ঠিত হবে।