অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে বন্ধ ৫টি দৈনিক খুলে দেয়ার দাবিতে মানববন্ধন পালিত

0
.

চট্টগ্রামে প্রকাশনা বন্ধ হয়ে থাকা ৫টি দৈনিক সংবাদপত্র খুলে দেয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছে।  সংবাদপত্র কর্মকর্তা-কর্মকর্তা ঐক্য পরিষদ।

আজ ১০ আগস্ট (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেছে।

ঐক্য পরিষদের কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশ থেকে বক্তারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পত্রিকার প্রকাশনা চালু করার জন্য মালিক পক্ষের প্রতি আহবান জানান।

.

নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) এর সাধারণ সম্পাদক আলমগীর হায়দারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নিউজ’র সভাপতি নুরুল হুদা, সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, দৈনিক যুগান্তরের আবদুস শুক্কুর, দৈনিক আজাদীর সিনিয়র কমার্শিয়াল অফিসার জসীম উদ্দীন, দৈনিক ইনকিলাবের আনোয়ার শাদাত মুরাদ, দৈনিক ইত্তেফাকের সাফাউল হক রিয়াজ, দৈনিক পূর্বকোণের তাপস কুমার নন্দী, দৈনিক পূর্বদেশের জাহাঙ্গীর আলম প্রমুখ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ), সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন, দৈনিক আজাদী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক পূর্বকোণ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক পূর্বদেশ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, দৈনিক কর্ণফুলী কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।