অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় এবি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ী গ্রেফতার

0
.

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় এবি ব্যাংক লিমিটেডের এক কোটি তিন লাখ টাকার ঋণ খেলাপী মামলায় মো : নুরুল আলম (৫৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগষ্ট) বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। একইদিন সকাল সাড়ে ১০ টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ আলুরঘাট রোড এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার আমিরাবাদ দর্জি পাড়ার কেরামত আলী মুন্সির বাড়ীর হাজ্বী নুরুল ইসলামের পুত্র এবং আলুর ঘাট রোড়স্থ হাজ্বী বদিউর রহমান মার্কেটের মেসার্স আলম এন্ড ব্রাদার্সের মালিক।

লোহাগাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল ফারুক জানান, ব্যবসায়ী মো: নুরুল আলম গত ২০১১ সালে এবি ব্যাংক লোহাগাড়া শাখা থেকে ১ কোটি ৩ লাখ টাকা ঋণ নেন। তিনি ঋণ খেলাপী হলে গত ২০১৯ সালের ১৩ অক্টোবর ব্যাংক কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করলে আদালত এক পর্যায়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতারী করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।