অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

একে খাঁনের বস্তিতে ভয়াবহ আগুন: নিহত ২

1
ফাইল ছবি।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একে খাঁন এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে ২ জনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুজনের লাশ উদ্ধার ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন- আবু তাহের (৬৩) ও তার নাতি রাশেদুল আলম রাশেদ (৯)।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ইস্পাহানি গেট সংলগ্ন আজমনগর বস্তিতে এ আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের প্রধান ডিএডি ফরিদ আহমেদ চৌধুরী পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা বেশি। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায় আগুনের খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ করেছে।

বস্তির বাসিন্দারা জানান, আগুনে আজমনগর বস্তিতের অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের দুঘন্টা চেষ্টার পর রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।