অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে কমছে করোনার নমুনা পরীক্ষা: শনাক্তও নেমে এসেছে দুই সংখ্যায়

0
.

চট্টগ্রামে কমছে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা সেই সাথে শনাক্ত সংখ্যাও নেমে এসেছে দুই সংখ্যায়। গত ২৪ ঘন্টায় ৪৩১ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জন। এনিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৮০৯ জনে। মৃত্যুহীন এই দিনে করোনা থেকে মুক্ত হয়েছেন ৪৬ জন। নতুন শনাক্তদের মধ্যে নগরীর ২৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৫ জন।

রোববার (১৬ আগষ্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রামের ৪ টি ল্যাবে কক্সবাজার মেডিকেল কলেজে ৪৩১ জনের নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষা করে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৯৯ টি নমুনা পরীক্ষা করা করে ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৬৩ টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের পজেটিভ পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।