অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত, স্বামী আহত

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় শায়লা আকতার (৪৫) নামের এক মহিলা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে শায়লার স্বামী টিপু সুলতান (৫৫) আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (১৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 আহত নিহত স্বামী স্ত্রীর বাড়ী নগরীর আকবরশাহ থানার পাহাড়তলী এলাকায়।

ফায়ার সর্ভিস সুত্রে জানা জানা , টিপু সুলতান ও তার স্ত্রী শায়লা আকতার সকালে ঢাকা থেকে মোটর সাইকেল যোগে চট্টগ্রামে আসার পথে বাশঁবাড়ীয়া এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখি লেইনে একটি দ্রুতগতির ট্রাক মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শায়লা আকতার নিহত হয়। গুরুতর আহত হন তার স্বামী টিপু সুলতান।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান বলেন,দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত টিপু সুলতানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসি ও নিহত শায়লা আকতারকে পুলিশের কাছে হস্তান্তর করি।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, মোটর সাইকেলটি সড়কের লাইন পরিবর্তন করে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে এক মহিলা নিহত ও তার স্বামী আহত হয়। ট্রাক ও মোটর সাইকেল আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।