অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগড়াছড়িতে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচী পন্ড

0

খাগড়াছড়ি (জেলা) প্রতিনিধি:

khagrachari-picture02-07-11-2016
.

পুলিশের বাধায় খাগড়াছড়িতে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসচী পন্ড হয়ে গেছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হলে মুল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে পড়লে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। করে।

এর আগে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়।

khagrachari-picture01-07-11-2016
.

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত।

সভায় বক্তারা, কর্মসূচীতে পুলিশের বাধার তীব্র সমালোচনা করে বলেন,ভবিষ্যতে আর কোন বাধা বিএনপির নেতাকর্মীরা মানবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভপতি কংচাইরী মাষ্টার,মণীন্দ্র কিশোর ত্রিপুরা,আইন বিষয়ক সম্পাদ এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।