
কক্সবাজারশহরের খুরুস্কুল পয়েন্টে অভিযান চালিয়ে থেকে ১৩ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক দুইজন হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরে বশির আহম্মদের ছেলে আয়াছ (৩৪) ও কক্সবাজার শহরের পাওয়ার হাউস হাজীপাড়া এলাকার বিল্লাল (৪৫)।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের রামু চেইন্দা র্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের খুরুস্কুল পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাছ ধরার একটি বোট থেকে ১৩ লাখ ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অভিযানে পাচারকারীদের ব্যবহৃত একটি মোবাইল সেট, ১০ হাজার ৯শ নগদ টাকা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।
You must log in to post a comment.